দুপুরে অথবা রাতে খেতে বসেছে টেবিল ঘিরে দশ বারোজন। দিদা কিংবা ঠাকুমা গরম গরম বকফুলের বড়া ভেজে দিচ্ছে সবার পাতে। সাথে ঘরে বানানো ঘি। কোলাহল সৃষ্টি করা কিছু ছোট ছোট সদস্য বলে চলেছে এটা খাব না সেটা খাব না। সাথে সাথে অন্য খাবার এগিয়ে দেওয়া হচ্ছে তাদের দিকে। তুমুল তুলকালাম।
এত লোক গরমের বা শীতের ছুটিতে বাড়িতে এসেছে যে মাটিতে বিছানা। ঠেলাঠেলির মধ্যে বাচ্চাগুলোর ভূতের গল্প শোনা। দুপুরবেলায় সবাই ঘুমালে চুরি ক’রে তাদের কুলের আচার খাওয়া।
দুই বোন। কিন্তু সবুজ রংঙের মিষ্টি মিষ্টি গন্ধের ইরেজার একটা। তাই দিয়েই পেন্সিলের আঁক মোছে ওরা। জীবনের দাগ মোছে। জীবনের সবকিছুই ভাগাভাগি করে।
এই মানুষগুলো সারা জীবন ধরে একজন আরেকজনের কাছাকাছি এসেছে, একসাথে হেসেছে, একসাথে কেঁদেছে। একজন আর একজনের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছে। শুধু আফসোস একটাই। কোন এক ফাঁকে বরফে মোড়া পাহাড় দেখতে যাওয়া হয় নি ওদের কোনদিন।
সন্ধ্যার অপসৃয়মান সূর্যের আলোর মত এইসব অনেক অনেক মানুষ দিয়ে গাঁথা পরিবারগুলো আজ হারিয়ে যাচ্ছে পৃথিবী থেকে। কাকা, কাকী, মামা, মাসীর হাত ধরে আর বেড়ে ওঠা হয় না। জীবনের বিশাল বৃত্তটি হারিয়ে গিয়ে শুধু নিজেকে কেন্দ্র করে পড়ে আছে নি:সঙ্গ কেন্দ্রবিন্দু।
যখন খুশী বন্ধুরা আসে। সদর দরজা সারাদিন খোলা। বারান্দায় একসাথে এক্কা দোক্কা খেলে সবাই মিলে। মাধবীলতা বাতাসে দুলতে থাকে। ছাদে গিয়ে ঘুড়ি ওড়ায় ওরা। ঘুড়ির ফিনফিনে কাগজের নানা রঙে আকাশে উড়ে বেড়ায় স্বপ্নের ছেলেবেলা।
পায়ে পায়ে হেঁটে যায় এক সাথে শহীদ মিনারের দিকে। একশ' জন মিলে করে গানের অনুষ্ঠান। ঘেঁষাঘেঁষি করে পাশাপাশি বসে। বহুবছর পরেও সেই উত্তাপ শরীরে লেগে থাকে।
শুধুমাত্র জীবনে অসংখ্য মানুষের পায়ের ছাপের জন্যই মানুষের দমবন্ধ হয়ে যায় না। মানুষই মানুষের শেষ খড়কুটো।

Comments



কল্যাণী রমা-র জন্ম ঢাকায়। ছেলেবেলা কেটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ভারতের খড়গপুর আই আই টি থেকে ইলেকট্রনিক্স এ্যান্ড ইলেকট্রিক্যাল কমুনিকেশন ইঞ্জিনীয়ারিং-এ বি টেক করেছেন । এখন আমেরিকার উইস্কনসিনে থাকেন। অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সিনিয়র ইঞ্জিনীয়ার হিসাবে কাজ করছেন ম্যাডিসনে।
প্রকাশিত বইঃ
আমার ঘরোয়া গল্প;
হাতের পাতায় গল্পগুলো – ইয়াসুনারি কাওয়াবাতা;
রাত বৃষ্টি বুনোহাঁস – অ্যান সেক্সটন, সিলভিয়া প্লাথ, মেরি অলিভারের কবিতা;
মরণ হ’তে জাগি – হেনরিক ইবসেনের নাটক;
রেশমগুটি;
জলরঙ;
দমবন্ধ।


Popular Posts